স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ ডিসেম্বর।। শুক্রবার উদয়পুরের চন্দ্রপুর বেলতলী লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় দুই মালবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই জন ।
ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে TR081804 নাম্বারের বিলোনিয়া যাওয়ার পথে চন্দ্রপুর বেলতলী লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় অপর দিকে চন্দ্রপুর FCI
গোডাউন থেকে চাল বোঝাই করে TR02E1834 নম্বরের ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর ভাবে আহত হয় দুজন পরবর্তী সময় অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দিলে পরে দফতরের কর্মীরা এসে আহত চালককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য অন্যদিকে প্রত্যক্ষ করা যায় দ্রুতগতিতে থাকার ফলে ঘটে এই বিপত্তি।