অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। হিন্দু তরুণী ও মুসলিম যুবকের বিয়ে রুখল উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি, জোর করে ধর্মান্তকরণ ও বিয়ে রুখতে নতুন আইন চালু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের পেশ করা ‘লাভ জেহাদ’ বিরোধী অর্ডিন্যান্সে শনিবার সম্মতি দেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
এই আইনে অভিযুক্তের ৩ থেকে সর্বাধিক ১০ বছরের সাজা হতে পারে। জানা গিয়েছে, গত বুধবার ছিল লখনউয়ের এক হিন্দু তরুণী ও মুসলিম যুবকের বিয়ের অনুষ্ঠান। আচমকা সেখানে উপস্থিত হন পুলিশকর্মীরা। দু’পক্ষকেই নিয়ে যাওয়া হয় থানায়। তাদের জানানো হয়, ভিন ধর্মের বিয়ের জন্য জেলাশাসকের অনুমতি নিতে হবে।
স্থানীয় পুলিশ কর্মীর কথায়, গত ২ ডিসেম্বর ওই ভিন ধর্মের বিয়ের বিষয়ে জানতে পারি। আমরা তাঁদের থানায় ডেকে পাঠিয়ে নতুন আইনের কপি হাতে তুলে দিই। দু’পক্ষই লিখিতভাবে জানিয়েছে, নয়া আইন মেনে তাঁরা আগে জেলাশাসকের অনুমতি নিয়ে তবে বিয়ের ব্যাপারে অগ্রসর হবেন।’’
দুই পরিবারের সদস্যরা এ নিয়ে মুখ না খুললেও জানা যাচ্ছে, বিয়েতে উভয় পরিবারেরই অনুমতি ছিল। কোনওরকম জোর করে ধর্মান্তরিত করার ব্যাপারও ছিল না। আপাতত জেলাশাসকের অনুমতি নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করার কথা ভাবছে দু’পক্ষই। এই বিয়েতে কেউ ধর্মান্তরিতও হচ্ছেন না বলে জানাচ্ছে সূত্র।