অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। বুধবার থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা করল ইসলামাবাদ হাইকোর্ট। একাধিক দুর্নীতি মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত না হওয়ায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এদিন ‘ঘোষিত অপরাধী’ হিসেবে দেগে দেয় সে দেশের উচ্চ আদালত। পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগে নওয়াজ শরিফের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। শরিফের মেয়ে-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রে খবর, আল-আজিজিয়া ও অ্যাভেনফিল্ড মামলার রায়ের বিরোধিতা করে, শরিফের তরফে দায়ের করা আবেদনের প্রেক্ষিতেই শুনানির দিন ধার্য হয়েছিল। যথারীতি শরিফ গরহাজির ছিলেন।
এ ভাবে আদালতের নির্দেশকে অবজ্ঞা করায় ক্ষুব্ধ হয় বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কয়ানির বেঞ্চ। এর পরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেই নওয়াজ শরিফকে এদিন ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করে। ইমরান সরকারের তরফে আদালতে দাবি করা হয়, বিদেশ দফতরের আধিকারিকরা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নওয়াজ শরিফকে হাইকোর্টের সমন নিয়ে অবগত করা হয়েছিল। লন্ডনে তিনি যেখানে রয়েছেন, সেখানে আদালতের নোটিশ পাঠানো হয়েছিল। পাশাপাশি শরিফের লাহোরের বাসভবনেও আদালতের সমন গিয়েছিল। এর পরেও তিনি আদালতে উপস্থিত না হননি। ‘ইমিউন সিস্টেম ডিজঅর্ডার’ রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। পাকিস্তানে এই অসুখের চিকিত্সার ব্যবস্থা না থাকায়, লাহোর হাইকোর্ট তাঁকে চার সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে তাঁকে জামিনও দেওয়া হয়েছিল। কিন্তু, নওয়াজ শরিফ আর দেশে ফেরেননি। ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে রয়েছেন ৭০ বছরের নওয়াজ শরিফ ।