অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। দিন কয়েক আগেই এক বার্তায় ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, ‘ভারতে কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক।
শান্তিপূর্ণ প্রতিবাদ রক্ষায় কানাডা সবসময় পাশে আছে। সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজা’।ট্রুডোর এই মন্তব্যের প্রেক্ষিতে এবার ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এই মন্তব্য ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে।’
পাশাপাশি বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এমন কোনও মন্তব্য করা উচিত নয় যা উগ্রপন্থায় মদত দেয়। এই ধরণের মন্তব্যের কারণেই কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে। আমরা আশা করব কোনও চরমপন্থী আন্দোলন থেকে কানাডার ভারতীয় দূতাবাস ও কর্মীরা সুরক্ষিত থাকবেন’।