অনেক পুরুষরেই স্বপ্নের পরী একথা শ্রীলেখা নিজেও জানেন

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই বয়সেও নেটদুনিয়ায় নিজের জায়গাটা যে ঠিকঠাক ভাবেই ধরে রেখেছেন এটা নিশ্চই জানা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। সেটা বাঙালি শাড়ি পরেই হোক বা অন্য কিছু। তিনি যে অনেক পুরুষরেই স্বপ্নের পরী একথা শ্রীলেখা নিজেও জানেন। এমনকি অনেকবার স্বীকারও করেছেন সকলের সামনে।লকডাউনের সময় বন্ধ ছিল সমস্ত সিনেমার শুটিং,রাস্তা ঘাট সহ আরো অনেক কিছুই । যার ফলে তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই ঘর বন্দি হয়ে দিন কাটাতে হয়েছে। আর ঘরে থেকে মেতে উঠেছিলেন হাসি ঠাট্টা খুনসুটিতে।

শুধু তাই নয়, তারকাদের এই সময় সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ভিডিও পোস্ট করতেও দেখা গিয়েছে। সম্প্রতি শ্রীলেখা মিত্রকে আবার দেখা গেলো ফেসবুকে প্রতিবাদী ভূমিকায়। ঘটনাটি হলো দেবাশীষ বসু নাম দিয়ে ও শ্রীলেখা মিত্রর ছবি ব্যবহার করে একটি প্রোফাইল তৈরী করা হয়েছে ফেসবুকে। আর সেই ফেসবুক প্রফাইলটি নজরে পরে যায় জনপ্রিয় এই অভিনেত্রীর। সেই প্রোফাইলে দেখা মাত্রই তিনি ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা। ক্যাপশনে জানতে চেয়েছেন, ‘আমার নাম কবে থেকে দেবাশীষ বসু হলো?’ পরের বাক্যে তিনি লিখেছেন- ‘এই জারজের বিরুদ্ধে রিপোর্ট করুন।’ শ্রীলেখার ওই পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। আর সেই পোস্ট সম্পর্কে তিনি বলেছেন ‘আমি ওই লোকটির প্রোফাইল দেখেছি। লোকটি বিকৃতমনস্ক। বেছে বেছে আমার গ্ল্যামারাস ছবিগুলো ব্যবহার করেছে, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?