অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। তিন কৃষি আইন বাতিলের দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। প্রতিবাদরত কৃষকদের পাশে দাঁড়াতে পদ্মবিভূষণ ফিরিয়ে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। এর আগে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল পঞ্জাবের শিরোমণি অকালি দল। নরেন্দ্র মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন প্রকাশ সিং বাদলের পুত্রবধূ হরসিমরত বাদল কৌর।উল্লেখ্য, ২০১৫-য় দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন প্রকাশ। বৃহস্পতিবার সকালে নবতিপর নেতা পদ্মবিভূষণ প্রত্যাখ্যান করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রের নতুন কৃষি আইন কৃষক স্বার্থের পরিপন্থী।
তাই কেন্দ্রের উচিত এই তিন আইন বাতিল করা। শিরোমনি অকালি দল বিজেপির দীর্ঘদিনের শরিক। কিন্তু কৃষি আইন নিয়ে দুই শরিকের সম্পর্কে ফাটল ধরেছে। প্রকাশ সিং বাদলের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও পঞ্জাবের একাধিক ক্রীড়া ব্যক্তিত্বও তাঁদের পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেছেন। এদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী হকি তারকা। আছেন বক্সার সহ ক্রিড়া জগতের অন্যরা।বৃহস্পতিবারই কৃষক প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠকে বসার কথা কৃষিমন্ত্রীর। বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ওই বৈঠকের পর অমরিন্দর বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত কৃষক সমস্যার সমাধান করতে অনুরোধ করেছেন। এদিনও দিল্লিকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছেন কয়েক হাজার কৃষক। স্তব্ধ হয়ে রয়েছে একাধিক জাতীয় সড়ক। পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হওয়ার ফলে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। কৃষকদের একটাই দাবি, অবিলম্বে এই নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে।