শ্লীলতাহানির দায়ে এক ঔষধ দোকানদারকে গ্রেপ্তার করল পুলিশ

স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ৪ ডিসেম্বর।।  জোলাইবাড়ীর রামরাইবাড়ী এডিসি ভিলেজ থেকে শ্লীলতাহানির দায়ে এক ঔষধ দোকানদারকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ।ঘটনার বিবরনে জানাযায় রামরাইবাড়ী এডিসি ভিলেজের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থিত নিউ চন্দ্র মেডিকহলের মালিক বিভিষন ঘোষ ( ৩৭ ) গতকাল এলাকার এক জনজাতি রমনীকে ইনজাংশান পুসিং করতে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এইনিয়ে গতকাল রাতে রামরাইবাড়ী বাজারে জনজাতি লোকদের উপস্থিতিতে সমগ্র এলাকায় চরম উত্তেজনার সৃষ্টিহয়েছে। ঘটনার খবরপেয়ে রাত্রিবেলায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দোকানের মালিক বিভিষন ঘোষকে গ্রেপ্তার করে নিয়েআসে।

এই নিয়ে মহিলার পক্ষথেকে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করাহয়। আজ অভিযুক্তকে মেডিকেল করিয়ে বেলা ১ ঘটিকায় বিলোনিয়া জেলা দায়রার আদালতে পাঠানোহয়। এই ঘটনা সম্পর্কে বাইখোড়া থানার ওসি রাজীব সাহা জানান পুলিশ এইব্যাপারে বাইখোড়া থানায় ৭৮/ ২০২০ নাম্বারে কেইস গ্রহন করেছে যার মধ্যে ৩৪১/ ৩৫৪ বি /৩৫৪ এ/ ৩০৭ আইপিসি এক্টে মামলা গ্রহনকরাহয়েছে। এরমধ্যে জানাযায় ঔষধ দোকানের মালিক নিজে ফার্মাসিস্ট নন। তিনি অন্যের লাইসেন্স দিয়ে ঔষধের ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। তার উপরে উনার কোনোপ্রকার ডিগ্রি না থাকার পরও লোকজনদের ইনজেকশন পুশিং করছে বলে জানাযায়। এখন দেখার বিষয় তদন্তের মধ্যদিয়ে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?