অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়ের নামে একটি এলাকার নাম ভারতে নতুন বিষয় নয়। তবে এ ধরনের নামকরণ আর করা হবে না বলে জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার। এর আগে উত্তরপ্রদেশ থেকেও একাধিক জায়গার নাম বদলের খবর এসেছে। তবে সেক্ষেত্রেও ধর্মীয় বিষয় জড়িত রয়েছে বলে অনেকেই মনে করছেন। এবার মহারাষ্ট্র সরকারও রাজ্যে সম্প্রদায় ও জাতপাতের বিচারে থাকা এলাকার নাম বদল করতে চলেছে। মহারাষ্ট্র মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সামাজিক ঐক্যের কথা মাথায় রেখেই রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতপাতের বিচারে যে সমস্ত এলাকার নাম ছিল সেই এলাকা বিশিষ্ট ব্যক্তিদের নাম অনুসারে নতুন নামকরণ করা হবে। এর আগেও মহারাষ্ট্র জুড়ে সামাজিক সংহতি রক্ষা করতে পুরনো বিজেপি সরকার একাধিক পদক্ষেপ নিয়েছিল। তবে উদ্ধব সরকারের এই সিদ্ধান্ত অবশ্যই এক অনন্য নজির, প্রশংসনীয় উদ্যোগ। মুখ্যমন্ত্রী ঠাকরে বৃহস্পতিবার বলেন, জাতি বা সম্প্রদায়ের ভিত্তিতে কোনও এলাকার নামকরণ করা হলে সেখানে একটি বিভাজন রেখা স্পষ্ট হয়ে ওঠে।
জাত বা সম্প্রদায়ের ভিত্তিতে নামকরণের ফলে এলাকাটি বিশেষ এলাকা বলে চিহ্নিত হয়। সেই জায়গা থেকে সরে আসতেই নাম বদলের এই সিদ্ধান্ত। যে সমস্ত এলাকায় জাত বা সম্প্রদায়ের ভিত্তিতে নামকরণ করা হয়েছে তা বদলে দেওয়া হবে। পরিবর্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে ওই সমস্ত জায়গার নামকরণ করা হবে।