অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এক সাক্ষাৎকারে পাওয়ার জানিয়েছেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ধারাবাহিকতার অভাব রয়েছে রাহুলের।’
এমনকি নিজের লেখা বইতে রাহুল গান্ধিকে ‘নার্ভাস’ বলে যে মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা সেই মন্তব্যেরও সমর্থন করেছেন শরদ পাওয়ার। নিজেদের বিশ্বস্ত জোটসঙ্গী এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের এহেন মন্তব্যে স্বভাবতই ব্যাকফুটে কংগ্রেস।
তবে রাহুলকে বিঁধলেও গান্ধি পরিবারের প্রতি নিজের আস্থা প্রকাশ করেছেন শরদ পাওয়ার। বলেছেন, ‘সোনিয়া গান্ধির সঙ্গে গান্ধি পরিবারের সঙ্গে আমাদের কিছু মতপার্থক্য আছে। তবে এটাও সত্যি যে কংগ্রেসীরা আজও নেহেরু-গান্ধি পরিবারের প্রতি আস্থা রাখে।’