অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে এবার ভারত বনধের ডাক দেওয়া হল। আগামী মঙ্গলবার (৮ ডিসেম্বর) এই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে।শুক্রবার ভারতীয় কিষান ইউনিয়নের তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরোধিতায় এই বনধের ডাক দেওয়া হচ্ছে। কেন্দ্রকে এই আইনগুলি প্রত্যাহার করতে হবে। এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় কিষান ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এইচএস লাখোয়াল বলেন, ‘কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে বলে গতকালই কেন্দ্রকে জানিয়ে দিয়েছিলাম আমরা।
৫ ডিসেম্বর দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করব আমরা। ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়ে’। জানা গিয়েছে, বনধের দিন দিল্লিগামী সমস্ত রাস্তা অবরুদ্ধ করবেন আন্দোলনকারীরা। কেন্দ্রের সঙ্গে কৃষি আইন নিয়ে আলোচানা চলছে কৃষকদের। তারমধ্যেই এই ঘোষণা সংঘাত আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।