আগের মতোই দিয়েগোকে ভালবাসি, মারাদোনাকে স্মরণ করে বার্তা পেলের

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। দিয়েগো আর্মান্দো মারাদোনার প্রয়াণের পরে পেরিয়ে গিয়েছে সাত দিন। কিন্তু সেই শোকের ছায়া থেকে কেউ এখনও মুক্ত হতে পারেননি। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মারাদোনার সঙ্গে নিজের গিটার বাজানোর ছবি পোস্ট করে ফুটবল সম্রাট পেলে লিখলেন, “তোমাকে আগের মতোই ভালবাসি দিয়েগো।”

আর্জেন্তিনার মতো ব্রাজিলেও চলছে শোকপ্রবাহ। এ দিনই ক্যাথলিক ধর্মবিশ্বাসী পেলে পালন করেন ‘সেভেন ডে মাস।’ ব্রাজিলের অগণিত ফুটবলপ্রেমী গির্জায় গিয়ে মারাদোনার জন্য প্রার্থনা করেন। তিনি যেন শান্তিতে থাকেন, তা কামনা করেন। তার পরেই ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, “তুমি চলে যাওয়ার আজ ছিল সপ্তম দিন। সারা জীবন ধরেই কিছু মানুষ তোমার এবং আমার তুলনাটা চালিয়ে গিয়ে আনন্দ অনুভব করবেন। তুমি ছিলে সেই জিনিয়াস, যে পৃথিবীকে মুখরিত করেছিলে ফুটবলের জাদু দিয়ে। একজান জাদুগর পায়ে বল নিয়ে ছুটে চলেছে। প্রকৃত অর্থে তুমি কিংবদন্তি।

কিন্তু সব কিছুর উপরেও আসল সত্য হল, তুমি বরাবর ছিলেন আমার অসাধারণ বন্ধু। তার চেয়েও আরও বড় হৃদয়ের এক মানুষ। সেই আসনে তুমি বরাবর থেকে যাবে আমার মনে।” সেখানেই শেষ না করে পেলে আরও লিখেছেন, “আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা অনুভব করছি, পৃথিবী আরও সুন্দর হত যদি তারা আমাদের দুজনের মধ্যএ তুলনাটা কম করত। তার পরিবর্তে একে অপরকে নিয়ে অনেক বেশি সম্মান জানাত।

আজ এটা বলতে বাধা নেই, তুমি ছিলে অতুলনীয়। তোমার সঙ্গে কোনও কিছুর তুলনা চলতে পারেই না।” তাঁর আরও সংযোজন, “তোমার সেই বহুমুখী রূপটা পরিচিত হয়ে থাকবে সততার নিরিখে। এবং তুমি নিজের অবিশ্বাস্য জীবনদর্শন দিয়ে সকলকে এটা বলতে বাধ্য করেছ উচ্চারণ করতে, আমি তোমাকে ভালবাসি। এবং সেই কথাটা বারবার বলেও যেন তৃপ্তি হয় না। তোমার এই অকস্মাৎ বিদায়কে আমি মেনে নিতে পারিনি, পারবও না।

তাই বলব, দিয়েগো তোমাকে ভালবাসি।”পেলে লিখেছেন, “আমার সবচেয়ে সেরা বন্ধু, আমাদের এই দীর্ঘ যাত্রাপথে যে আনন্দ সকলের মতো আমাকেও দিয়েছ, তার জন্য ধন্যবাদ। একদিন আকাশের ওপারে আমরা নিশ্চিত ভাবে একই দলের হয়ে খেলব। এবং সেই প্রথমবার আমি মুষ্ঠিবদ্ধ করে আকাশের দিকে ছুড়ে দেব। তবে সেটা গোল করার জন্য নয়। এই কারণে যে, অবশেষে তোমাকে আবার বুকের মধ্যে টেনে নেওয়ার আনন্দে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?