অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, অভিনেতা রজনীকান্ত এবার ফিল্মি দুনিয়া পাকাপাকিভাবে ছেড়ে রাজনীতিতে পা রাখবেন। নতুন রাজনৈতিক দল গড়বেন তিনি। কিন্তু পুরো বিষয়টি ছিল ধোঁয়াশায় ভরা। বৃহস্পতিবার রজনীকান্ত নিজেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি এদিন জানিয়েছেন, ৩১ ডিসেম্বর তিনি তাঁর নতুন দল গঠন করবেন। শুধু দল গঠন নয়, মাস পাঁচেক পরে রাজ্য বিধানসভা নির্বাচনে তাঁর নতুন দল সকলকে চমকে দেবে। দক্ষিণের এই সুপারস্টার দাবি করেছেন,তিনি নিশ্চিতভাবেই বিধানসভা ভোটে জিতবেন।
জিতবে তাঁর দল। তার পরেই রাজ্যে শুরু হবে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ রাজনীতির এক নতুন অধ্যায়। জাতপাত, বিভেদ, বিভাজন এসব আর থাকবে না। এই প্রবীণ অভিনেতা এদিন টুইট করেছেন, ‘ইটস নাউ অর নেভার এন্ড উই উইল চেঞ্জ এভরিথিং’। এদিন সংবাদমাধ্যমকে রজনী জানান, তামিলনাড়ুর মানুষের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করতে রাজি আছেন। তিনি যদি নির্বাচনে যেতেন তবে সেটা হবে জনগণের জয়। হারলে সেটা জনগণের পরাজয়। উল্লেখ্য, কয়েক বছর আগেই অভিনেতা রজনীকান্ত মাক্কাল মন্দরাম নামে একটি সংগঠন তৈরি করেন। চলতি সপ্তাহের শুরুতেই তিনি সংগঠনের বিভিন্ন সদস্যের সঙ্গে কথা বলেন। তারপরই তিনি নতুন দল গঠন করার কথা ঘোষণা করলেন। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রজনীকান্ত যদি একাধিক আসনে প্রার্থী দেন তবে রাজ্য রাজনীতি অনেক হিসেব ওলোট-পালোট হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এতদিন মনে হচ্ছিল শাসকদল এডিএমকেকে পরাস্ত করে ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে।
কিন্তু রজনীকান্ত সেই হিসেব অনেকটাই উল্টে দিয়েছেন। তাঁর নিজের দল আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। কিন্তু তামিলনাড়ুর দুই প্রধান রাজনৈতিক শক্তির বাড়া ভাতে তিনি ছাই ফেলেছেন এ ব্যাপারটা নিশ্চিত। রজনীর পিছনে তলে তলে বিজেপির মদত আছে বলেও অনেকের ধারণা। কারণ বিজেপি এবার দক্ষিণের এই রাজ্যে ভাল ফল করতে চায়। সে ক্ষেত্রে বিভিন্ন দলের ভোট কাটাকাটিতে লাভবান হবে গেরুয়া দল।