প্রত্যন্ত এলাকা গুলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তিনি ব্যস্ত

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৪ ডিসেম্বর।। প্রত্যন্ত জনজাতি এলাকায় জলের সমস্যা সহ নানা সমস্যা নিরসনে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করছেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা। প্রায় নিত্যদিন বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সমস্যা নিরসনে এগিয়ে আসছেন বিধায়ক পরিমল দেববর্মা। প্রত্যন্ত এলাকা গুলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তিনি ব্যস্ত।  শুক্রবার আমবাসা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার ভিতরে প্রত্যন্ত এলাকা খগেন্দ্র রোয়াজার এলাকাবাসীর সমস্যা সমাধানে এগিয়ে যান বিধায়ক। এরকমই এক উদ্যোগী প্রচেষ্টার অঙ্গ হিসাবে গ্রামোন্নয়ন দপ্তরের পদস্থ কর্তাদের সহ বিশিষ্ট জনদের নিয়ে বিধায়ক পরিমল দেববর্মা পৌঁছে যান খগেন্দ্র রোয়াজা পাড়ায়।

সেখানে গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১৪.৬৯ একর জায়গা জুড়ে চলতে থাকা কাজ পরিদর্শন করেন তিনি। এখানে বিশাল বাঁধ তৈরি করে  মৎস উৎপাদন,  সেচ ও জলের নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা হয়েছে। বিগত বেশ কয়েক দশক ধরে এই এলাকার রাস্তা বেহাল দশা, নেই যোগাযোগ ব্যবস্থা ও পানীয় জলের ব্যবস্থা, এরই পাশাপাশি গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পানীয় জলের সমস্যাও সহসাই সমাধান করা হবে। এসব ব্যবস্থা খতিয়ে দেখতে বিধায়কের এই সফর। এদিনের সফরে উনার সফরসঙ্গী ছিলেন  গ্রাম উন্নয়ন দপ্তরের কার্যনির্বাহী আধিকারিক সিতেন্দ্র বিশ্বাস, গ্রাম উন্নয়ন দপ্তরের বাস্তুকার শুভজিৎ দাস, সমাজসেবী গোপাল সূত্রধর সহ অন্যান্যরা। কিন্তু এই এলাকায় কাজ করতে অনেকটাই অসুবিধার সম্মুখীন্ন হচ্ছে দপ্তরকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?