স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। ত্রিপুরা ক্রীড়া পর্ষদের উদ্যোগে ফিট ইন্ডিয়া প্রভাত ফেরি কর্মসূচি আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। সকাল সাতটায় এন এস আর সি সি স্পোর্টস কমপ্লেক্স থেকে প্রভাত ফেরি শুরু হয়ে রাজধানীর রাজপথ পরিক্রমা করে। অনুষ্ঠানে রাজ্যের পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্মসচিব সরযূ চক্রবর্তী ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত উপস্থিত ছিলেন। প্রভাত ফেরির শুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিথিরা সুস্থ জাতি গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিট্ ইন্ডিয়ার আহ্বানের কথা তুলে ধরেন।