স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৪ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহাকুমার রিয়াং শরণার্থীদের হাতে পাম্প অপারেটর আক্রান্ত হওয়ার ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। পাম্প অপারেটর সুবরদ এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নিরাপত্তা জনিত কারণে পঞ্চাশটি বাঙালি পরিবারের লোকেরা অন্যত্র অপেক্ষা কৃত নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।তাদেরকে বাড়ি করে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও করে নিয়ে প্রশাসন। তাতে পরিস্থিতি দিনের পর দিন আরো অবনতির দিকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে শুক্রবার কাঞ্চনপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন।
ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে তারা অভিযোগ করেছেন রিয়াং শরণার্থীদের দ্বারা পাম্প অপারেটর আক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। পুলিশের বিরুদ্ধে তারা ব্যর্থতার অভিযোগ এনেছেন। তারা আরও অভিযোগ করেন রিয়াং শরণার্থীদের আক্রমণের শিকার হয়ে শিবিরে আশ্রিত বাঙালি পরিবারের লোকেরা সরকারি কোন সাহায্য সহায়তা পাচ্ছেন না। নিরাপত্তার অভাব বোধ করে ওইসব পরিবারের ছেড়ে শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বাস্তুচ্যুত পরিবারের লোকেরা তাদের নিজ এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলেন।প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাতে বাড়িঘর ছেড়ে এসে শিবিরে আসছেতো লোকজনদের মধ্যে সংশয় আরো বৃদ্ধি পেয়েছে।
সে কারণেই মহকুমা শাসকের কাছে প্রদেয় ডেপুটেশন ও স্মারকলিপিতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের জন্য জোরালো দাবি জানানো হয়েছে।অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে ইঙ্গিত দিয়েছেন।