অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। কৃষি আইন নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে সরকারের দেওয়া অন্ন মুখে তুলতে অস্বীকার করলেন আন্দোলনকারীরা। বৈঠকে অংশ নিতে যাওয়া বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা সাফ জানিয়েছেন, ‘সরকারের দেওয়া খাবার তো দূরের কথা, চা পর্যন্ত গ্রহণ করব না।’ বৃহস্পতিবার, কৃষি আইন নিয়ে আন্দোলনরত কৃষকদের এক প্রতিনিধি দলের সঙ্গে দিল্লির বিজ্ঞান ভবনে আলোচনায় বসেছে কেন্দ্র। বৈঠকের নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও। এদিন বৈঠকের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের দেওয়া সেইসব সুস্বাদু খাবার খেতে অস্বীকার করেন কৃষকরা। তার বদলে লঙ্গরখানা থেকে নিয়ে আসা খাবার মাটিতে বসে খান কৃষকরা।