স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। তিন দফা গুরুত্বপূর্ণ দাবিতে শুক্রবার শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে অল ত্রিপুরা ভিক্যটিমাইট ১০৩২৩ টিচার্স এসোসিয়েশন। ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। মূলত এই দাবিতে তারা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন। তিন দফা দাবির মধ্যে অন্যান্য দাবি গুলি হল যেসব চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছেতাদের পরিবারের একজন সদস্যকে ডাই ইন হার্নেস প্রকল্পে সরকারি চাকুরীতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
সর্বোপরি বর্তমান সরকারের নির্বাচন পূর্ববর্তী ভিশন ডকুমেন্ট এর প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন বিক্ষিপ্তভাবে নয়, অক্ষ বদ্ধ ভাবে সকলকে আন্দোলন কর্মসূচিতে শামিল হতে হবে। তারা বলেন প্রতিটি সংগঠনের আন্দোলনের মূল লক্ষ্য একটাই। চাকরিচ্যুত প্রত্যেক শিক্ষক- শিক্ষিকাকে সরকারি চাকরিতে পুনরায় নিযুক্ত করা।তারা বলেন যেহেতু প্রত্যেকের দাবি একই সেহেতু বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচিতে শামিল হতে হবে।তারা আশা প্রকাশ করেন রাজ্য সরকার শীঘ্রই তাদেরকে সরকারি চাকরিতে নিযুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।