স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৪ ডিসেম্বর।। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে ধর্মনগর সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সৌরলন্ঠন বিতরণ । মূলত কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব এক্সট্রা এনার্জি দপ্তরের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য সৌর লন্ঠন বিতরণ করা চলছে । তারই অঙ্গ হিসেবে শুক্রবার ধর্মনগর সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ১৪৪ জন ছাত্রীদের মধ্যে সৌরলন্ঠন বিতরণ করা হলো।
করোনাকালীন পরিস্থিতির কারনে বিদ্যালয়ের সকল ছাত্রীদের একসাথে সৌর লন্ঠন গুলো না দেওয়া গেলেও পরবর্তীতে বিদ্যালয়ে স্বাভাবিক পঠন-পাঠন শুরু হলে সকলকেই এই সৌর লন্ঠন গুলো দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মনগর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র মালাকার । এছাড়াও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানালেন।