স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ ডিসেম্বর।। কেন্দ্রীয় সরকারের নয়াকৃষি বিলের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলায় জেলাশাসকের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে কংগ্রেস সেবা দল। সেবাদলের রাজ্য কনভেনার নিত্যগোপাল রুদ্র পালের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দল সদরের অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে সেবাদলের রাজ্য কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল বলেন, কেন্দ্রীয় সরকার যে কৃষি বিল এনেছে তা কৃষকদের স্বার্থ বিরোধী।
কৃষক স্বার্থবিরোধী এই বিল অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এর প্রতিবাদে গোটা দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে।দিল্লিতে কৃষি আন্দোলনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার অবিলম্বে নয়া কৃষি বিল প্রত্যাহার করে নিলে কংগ্রেস সেবাদল আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছেন সেবাদলের রাজ্য কনভেনার নিত্য গোপাল রুদ্রপাল।কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল এর প্রতিবাদে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হতে সকল শ্রেণীর মানুষের প্রতি তিনি আবেদনও জানিয়েছেন।