অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। মিচেল স্টার্কের বল তাঁর ব্যাটে লেগে হেলমেটে লাগার পরে আর মাঠে নামবেন না রবীন্দ্র জাদেজা এবং তাঁর পরিবর্তে কনকাশান-সাব হিসেবে বাইশ গজে যুজবেন্দ্র চাহালের স্পিনের ভেল্কি তাঁর দলের ব্যাটিং মেরুদণ্ডই ভেঙে দেবে, দুটো ঘটনার একটাও জানা ছিল না জাস্টিন ল্যাঙ্গারের। সেই ক্ষমতা থাকলে তিনি হয়তো বাঁ হাতি পেসারকে শর্ট পিচ বাউন্সার দিতে নিষেধই করতেন! শুক্রবার ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সদ্য একদিনের সিরিজ জেতা অস্ট্রেলিয়াকে ১১ রানে হারানোর পরে চাহালই চলে এসেছেন আলোচনার শিরোনামে। ৪-০-২৫-৩। এমনই এক বোলিং পরিসংখ্যান নিয়ে হরিয়ানার লেগস্পিনার ভারতীয় শিবিরে ফিরিয়ে আনলেন তৃপ্তির হাসি।
যা নিয়ে ম্যাচের পরে উল্লসিত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, “ওকে কখনও কনকাশান সাব হিসেবে বিচার করিনি। তবে সেটা আজ দারুণ কাজে লেগেছে। চাহাল দুর্দান্ত বোলিং করেছে। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।” আগে ব্যাটিং করে ভারত তোলে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান। এ বার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে যে মেজাজে ব্যাটিং করেছিলেন কে এল রাহুল, সেখান থেকেই শুরু করলেন এই সফরের নতুন ইনিংস। ৪০ বলে করলেন ৫১ রান। শিখর ধাওয়ান (১) এবং বিরাট কোহলি (৯) দ্রুত ফিরে গেলেও রাহুল ঠান্ডা মাথায় আর একটি দিক ধরে রাখেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ ফর্মে থাকা সঞ্জু স্যামসন করেন ১৫ বলে ২৩ রান। তার পরেই মাঠে নামেন জাদেজা।
তিনি অপরাজিত থাকেন ২৩ বলে ৪৪ রান করে। শেষ ওভারেই স্টার্কের একটি ডেলিভারি ব্যাটে লেগে আঘাত করে হেলমেটে। সেই সময় ব্যাটিং করলেও পরে তিনি ড্রেসিংরুমে গিয়ে জানান অস্বস্তির কথা। কনকাশান সাব হিসেবে চাহালকে নামানো হবে বলে ম্যাচ রেফারি ডেভিড বুনকে জানিয়ে দেন কোহলি। যা নিয়ে মোটোও খুশি হতে পারেনি অস্ট্রেলিয়া শিবির। পাল্টা রান তাড়া করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (২৬ বলে ৩৫) এবং ডোয়ার্ট শর্ট (৩৮ বলে ৩৪) শুরুটা ভাল করলেও চাহাল সেই গতিতে টেনে ধরেন রাশ।
তিনি ফিঞ্চএবং স্টিভ স্মিথকে ফেরানোর পরেই অস্ট্রেলিয়া শিবিরে ভাঙন ধরে যায়। চাহালের সঙ্গে পাল্লা দিয়ে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা দেন টি-টোয়েন্টি সিরিজে এ দিনই অভিষেক করতে নামা বাঁ হাতি পেসার টি নটরাজন। তিনিও প্রথম ম্যাচে তুলে নেন তিন উইকেট। তাঁর ঝুলিতে রয়েছে বিপজ্জনক মেজাজে ফিরে আসা গ্লেন ম্যাক্সওয়েল, শর্টের মতো তারকাদের উইকেট। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৫০ রান।