অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। বৃহস্পতিবার সকালে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই নেতার মধ্যে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়।স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে আমরিন্দর বলেন, কৃষক আন্দোলন শুধু পঞ্জাবের এমনটা আদৌ নয়। গোটা দেশের কৃষকরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। এই আন্দোলনের সঙ্গে দেশের সুরক্ষা ও নিরাপত্তা জড়িত আছে। এই বিষয়টি আমি অমিত শাহকে জানিয়েছি। সরকার ও কৃষক সংগঠন সকলের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন আলাপ-আলোচনার মাধ্যমে এই বিরোধ দ্রুত মিটিয়ে নেন। এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাহর সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
অমরিন্দর সিং এদিন আরও বলেন, সরকার কৃষকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই বিরোধ মীমাংসা করার জন্য তাঁকে ডাকা হয়নি। তবে তিনি উদ্ভূত সমস্যা দ্রুত মিটিয়ে নিতে শাহকে অনুরোধ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কৃষক আন্দোলনের ফলে পঞ্জাবের অর্থনীতির বড় মাপের ক্ষতি হচ্ছে। তা ছাড়া বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজনৈতিক মহল মনে করছে, কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আগে তাদের সমস্যার বিষয়টি আমরিন্দের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করেছেন শাহ।
একই সঙ্গে সরকারের বক্তব্য যাতে কৃষকদের কাছে গিয়ে পৌঁছয় সে জন্য তিনি অমরিন্দরকে নতুন কৃষি আইন নিয়ে বিস্তারিত জানিয়েছেন। প্রয়োজনে কৃষকদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অমরিন্দরকে রাখতে পারে কেন্দ্র। তবে এদিনের বৈঠক সম্পর্কে অমরিন্দর দু’একটি কথা বললেও শাহর পক্ষ থেকে কোনও মন্ত্যব করা হয়নি।