অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। টলিউডে এই মুহূর্তে প্রথম সারির অভিনেতাদের মধ্যে নাম রয়েছে মিমি চক্রবর্তীর। শুধু অভিনয় নয়, রাজনৈতিক দুনিয়াতেও পা দিয়েছেন মিমি। আর সাংসদ অভিনেত্রী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে গাঢ় লাল রঙের স্কার্ট পরে এলো চুলে রোদের আভায় মোহময়ী লাগছে মিমিকে।
আর অভিনেত্রীর এমন লুক দেখে কমেন্ট না করে নিজেকে আটকে রাখতে পারেননি টলিউডের অন্যতম অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। আর আবির এবং মিমির এই কথোপকথন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিমির লুক দেখে আবির প্রথমে একটি ইমোজি কমেন্ট করেছেন।
তারপর সেটি দেখে মিমি লিখেছেন, ‘কী হল?’ আবির পাল্টা জবাবে বলেছেন, ‘আমিও বোঝার চেষ্টা করছি। কী হল তোর?’ মিমি পাল্টা উত্তরে বলেন মজার ছলে, ‘আবার!’ মিমির আবারের উত্তরে আবির মজার ছলে বলেন, ‘বেশ ভয় পাচ্ছি। এমনিও পাই। এটার পর আরও।’ এরপর আবার রসিকতা করে মিমি লেখেন, ‘হেঁটে এগোচ্ছি তোমার বাড়ির দিকে।’ মুহুর্তের মধ্যে আবির-মিমির এই মজার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অনেকদিন পর মিমিকে ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। যাতে কমেন্ট করেছেন অভিনেতা অঙ্কুশ এবং সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানও। সকলে মিলে মিমির এই ভিডিও দেখে বেশ মজা করে কমেন্ট করেছেন, যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মিমি নিজেও সেই সব কমেন্ট বেশ উপভোগ করেছেন, এমনটা বলাই যায়।