উন্মুক্ত নাভি, শাড়ি পরে ঝড় তুললেন অভিনেত্রী অদ্রিজা, ইন্সটাগ্রামে ভাইরাল ছবি

অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। সম্প্রতি অভিনেত্রী অদ্রিজা রায়ের ফ্যান ক্লাব থেকে অদ্রিজার একটি সুন্দর ফটো শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। ফটোতে অদ্রিজার পরনে রয়েছে আগুনরঙা শিফন শাড়ি ও সবুজ রঙের সুতোর কাজ করা স্লিভলেস ক্রপ ব্লাউজ।

শাড়ির সঙ্গে কোনো গয়না না পরে অদ্রিজা কানের পাশে খোঁপায় লাগিয়েছেন একটি আগুন রঙের জারবেরা ফুল। অদ্রিজার এই অভিনব সাজের পদ্ধতি নেটিজেনদের পছন্দ হয়েছে। সম্প্রতি অদ্রিজার একটি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ফটোশুটটি কঙ্গনার অনুকরণে করেছেন অদ্রিজা। তবে ফটোশুটে হেয়ারস্টাইলে নিজস্বতা বজায় রেখেছেন তিনি।

ফটোগুলিতে অদ্রিজার পরনে ছিল কালো শাড়ি ও স্লিভলেস কালো ব্লাউজ। প্রায় একই রকম সাজে 2018 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভাইরাল হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। তবে তাঁর শাড়িটি ছিল ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা সিকুইন বসানো শাড়ি। কঙ্গনা এই পোশাকের সঙ্গে রেট্রো স্টাইলের অনুকরণে হেয়ার ডিজাইন করেছিলেন। অদ্রিজা সেই রেট্রো স্টাইলকে একটু রদবদল করে বুফো খোঁপা ট্রাই করেছেন। ওয়াইনের গ্লাসকে শুটিং প্রপ হিসাবে ব্যবহার করেছেন। অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল।

এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন।

এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।কিছু দিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?