অনলাইন ডেস্ক, ৪ ডিসেম্বর।। ভারতের করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে প্রথমে টিকা দেওয়া হবে দেশের প্রায় ১ কোটি স্বাস্থ্যকর্মীকে। শুক্রবার এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে এদিন করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনার জন্য যে সর্বদল বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানেই এই কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
কেন্দ্রের প্রেসেনটেশনে বলা হয়েছে, যে ১ কোটি স্বাস্থ্যকর্মীকে প্রথমে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই তালিকায় আছেন, চিকিৎসক, নার্সরা। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই চিকিৎসকরা এই টিকা পাবেন।
এরপর টিকা দেওয়া হবে পুলিশ, নিরাপত্তাকর্মী, পুরকর্মী ও রোগীদের। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জানিয়েছেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে করোনা ভ্যাকসিন। অগ্রাধিকার পাবেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা।