স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩ ডিসেম্বর।। ধলাই জেলায় বিশ্ব দিব্যাঙ্গজন দিবস পালিত ধলাই জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সহযোগিতায় আজ কুলাইস্থিত দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রের কার্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব দিব্যাঙ্গজন দিবস৷ অনুষ্ঠানের শুরুতে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা৷ পরে হয় দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনাচক্র৷ মূল অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক পরিমল দেববর্মা বলেন, সরকার সব সময় দিব্যাঙ্গজনদের পাশে রয়েছে৷
দিব্যাঙ্গজনরা সমাজ থেকে আলাদা একথা চিন্তা না করার জন্য তিনি আহ্বান জানান৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই জিলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ (গোপ) বলেন, বর্তমান সরকার সব সময় দিব্যাঙ্গজনদের সামনে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করছে৷ অনুষ্ঠানে তাছাড়া বক্তব্য রাখেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্ল দাস, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস৷ স্বাগত ভাষণ রাখেন জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন আধিকারিক ডা. স’য় বিশ্বাস৷ তিনি দিবসটির তাৎপর্য ও দিব্যাঙ্গজনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে তাছাড়া উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদ এর চেয়ারপার্সন চন্দন ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বাদল ভ-াচার্য, ধলাই জেলা শিশু কল্যাণ পর্যদের সদস্য গোপাল সূত্রধর প্রমুখ৷
এই উপলক্ষে আয়োজিত সাংস্ক’তিক অনুষ্ঠানে দিব্যাঙ্গ ভাই-বোনগণও অংশগ্রহণ করেন৷ বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় যারা অংশগ্রহণ করেন তাদের পুরস্ক’ত করা হয়৷ তাছাড়াও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে দিব্যাঙ্গজনদের গৃহস্থলীর কাজে ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়৷