অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। টানা ম্যাচে ক্লান্ত লিওনেল মেসিকে আপাতত বিশ্রামে রাখাই মনস্থ করেছেন ম্যানেজার রোনাল্ড কোম্যান। এবং তাঁকে ছাড়াও যে দল জয় ছিনিয়ে নিতে পারে, তা প্রমাণ হয়ে গেল বুধবার। ফেরেঙ্কভারোসের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। বুধবারের ম্যাচে গোল করলেন আঁতোয় গ্রিজম্যান, ওসমানে দেম্বেলে এবং মার্টিন ব্রাথওয়েট। ম্যাচের পরে কোম্যান বলেছেন, “আমি দায়িত্ব নেওয়ার পরে এটা অনুভব করছি যে, দলের মানসিকতায় একটা পরিবর্তন ধীরে ধীরে আসতে শুরু করেছে। বিশেষ করে, ম্যাচে সকলের মধ্যেই কিছু একটা করে দেখানোর তাগিদ তৈরি হয়েছে। এটা বার্সেলোনার পক্ষেই শুভ। যদিও আমি এখনও মনে করি, রক্ষণকে আরও বেশি সংহত হতে হবে। টানা জয়কে অভ্যাসে পরিণত করার সঙ্গে রক্ষণকেও জমাট বাঁধতে হবে।
তা হলেই আমরা এই মরসুমে যত বেশি সম্ভব ট্রফি জিততে পারি। তবে কোম্যান বেশি খুশি হয়েছেন ফরাসি তারকা দেম্বেলের খেলায়। বুধবারের ম্যাচে তিনি বাঁ প্রান্ত ধরে বারবার ফেরেঙ্কভারোস রক্ষণে আতঙ্ক তৈরি করেছেন। একটি গোল করেছেন। নিজে পাঁচটি গোলমুখী শট নিয়েছেন। কোম্যানের কথায়, “দেম্বেলে যে কতটা কার্যকরী, সেটা প্রমাণ করে দিয়েছে। দুটো পা সমান ভাবে সচল এবং খুব গতিশীল ফুটবলার। একজন কোচের কাছে ওর মতো ফুটবলার থাকা খুব আশাজনক বলেই আমি মনে করি। আমি দলটাকে সমস্ত দিক থেকে ক্ষুরধার করে তুলতে চাই।” কিন্তু ঘরের মাঠে পিএসজির কাছে ১-৩ গোলে হেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শিবিরে শুধুই হতাশা। ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার বলেছেন, “মার্কাস রাশফোর্ডের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়াই আমাদের দলের ছন্দটা কেটে দিল। জানি না, ওর চোটের মাত্রা কতটা গুরুতর। আশা করি, সপ্তাহ শেষে ইপিএল ম্যাচে ওকে আমরা পাব।” দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, “বিপক্ষের গোলের সামনে গিয়ে যদি শেষ কাজটা করা না যায়, তা হলে তো সব কিছুই অর্থহীন হয়ে পড়ে। আমরা তারই শিকার হলাম।” ফ্রেড-এর ঢুঁসো মারার অভিযোগ নিয়ে সোলসার বলেছেন, “ও কাউকে মাথা দিয়ে গুঁতো দেয়নি। তবে আমি বলব, ফুটবলারদের এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে। ও একটু সাবধানে থাকলে হয়তো মাঠ ছাড়তে হত না।”