স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৩ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পানিসাগর থানা এলাকার বিলথৈ বাজার সংলগ্ন এলাকায় শিলচর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত কৃষকের নাম রবীন্দ্র নাথ। জানা যায় ওই কৃষক জমির ধান কেটে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি যখন রেললাইন পার করছিলেন তখন লক্ষ্য করেননি যে ট্রেনটি লাইন দিয়ে আসছে। তার অলক্ষ্যেই ট্রেন চলে এসে তাকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ধানের বোঝা নিয়ে ছিটকে পড়ে ওই কৃষক।ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশ এবং দমকল বাহিনীকে।
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বৃদ্ধ কৃষককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ এবং আরপিএফ জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে।প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ওই বৃদ্ধ কৃষক কানে কিছুটা কম শোনেন। সে কারণেই ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি। তাতেই বিপত্তি ঘটেছে।