স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। স্মার্ট সিটিতে যানজট এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিন শহরের ট্রাফিক জ্যাম বড় সমস্যা পথচারীদের কাছে। যানজট বন্ধ করতে অবশেষে সজাগ হলো ট্রাফিক প্রশাসন। ট্রাফিক ডিএসপি কোহেলি দেববর্মার নেতৃত্বে বৃহস্পতিবার শহরের শকুন্তলা সহ বিভিন্ন রাস্তায় চলায় অভিযান। অভিযানে এদিন রাস্তায় পড়শি নিয়ে বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় রাস্তার পাশে অবৈধ ভাবে বসে না থাকে। পাশাপাশি শহরের রাস্তার দু’পাশে দোকানিরা নিজেদের সামগ্রী এবং পোস্টার রাস্তা বৃহৎ স্থান দখল করে থাকছে।
তাদেরকেও নির্দেশ দেওয়া হয় যাতে রাস্তা দখল করে ব্যবসার স্বার্থে ব্যাবহার না করে। ট্রাফিক ডিএসপি শ্রীমতি দেববর্মা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিন্তু আদতে কতটা অভিযান কতদিন থাকবে সাধারণ মানুষের জন্য সেটা বলা মুশকিল। এ ধরনের অভিযানে শহরবাসীর মধ্যে হাসির কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ কখনো ট্রাফিক দপ্তর আবার কখনো আগরতলা পুরনিগম কর্তৃপক্ষ এধরনের অভিযানে নেমে অভিযান চালিয়েও কাজের কাজ করতে পারছেনা।