স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ডিসেম্বর।। আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠন, জাস্টিস ফর ১০,৩২৩ টিচার্স এবং এডহক ১০,৩২৩ শিক্ষক সংগঠন যৌথভাবে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ গঠন করেছে। তিনটি সংগঠনের মধ্যে ৭ জন করে ২১ জনের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য গন অবস্থানে বসতে চলেছে। কারণ চাকরীচ্যুত শিক্ষকদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী দু’মাসের মধ্যে স্থায়ী সমাধানের ব্যবস্থা করবে।
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা না করাতে তিনটি সংগঠন এক মঞ্চে এসে অনির্দিষ্টকালের জন্য কোন অবস্থানে বসবে আগামী ৭ ডিসেম্বর থেকে। যাতে সরকার চাপে পড়ে প্রতিশ্রুতি পালন করে। অর্থাৎ সসম্মানে চাকরিরচ্যুত শিক্ষকদের চাকরির ব্যবস্থা করে এবং মৃত চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারে একজনকে সরকারি চাকরি ব্যবস্থা করে। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ডালিয়া দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিমল সাহা, অজয় দেববর্মা সহ অন্যান্যরা।