স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। আজ ৩রা ডিসেম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের আপােশহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১-তম জন্মবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এবছরও শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মিউজিয়ামের সামনে প্রতিষ্ঠিত ক্ষুদিরাম বসুর মর্মরমূর্তির পাদদেশে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। প্রথমে ক্ষুদিরাম বসুর মূর্তিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্যগণ। পরে উপস্থিত সকলের সামনে ক্ষুদিরামের সংগ্রামী জীবন ও আত্মবলিদান সম্পর্কে আলােচনা করেন কমিটির সম্পাদক হরকিশাের ভৌমিক।
তিনি বলেন যে বর্তমান প্রজন্মের সামনে ক্ষুদিরামের জীবনসংগ্রাম ও আত্মবলিদানের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্য থেকেই তাঁর আত্মবলিদানের শতবর্ষে ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি এই মর্মর মূর্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে শাসকরা ইতিহাস থেকে স্বাধীনতা আন্দোলনের আপােশহীন ধারার বিপ্লবীদের মুছে ফেলার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে শােষণ ও অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-যুবকদের ক্ষুদিরাম সহ সকল বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের মতাে চরিত্রবলে বলিয়ান হয়ে লড়াই করার শপথ নিলেই ক্ষুদিরামের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হবে। তিনি দুর্নীতি, শােষন ও অত্যাচারের বিরুদ্ধে ক্ষুদিরামের মতাে রুখে দাঁড়াতে ছাত্র-যুবকদের প্রতি আহ্বান জানন।