স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। ভারতীয় জনতা দিবাঙ্গজন সেলের উদ্যোগে দিব্যাঙ্গদের নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমানে দেশে ৩ লক্ষ দিব্যাঙ্গন রয়েছে।রাজ্যে ৬৫ হাজার দিব্যাঙ্গন রয়েছে। সরকার তাদের এগিয়ে নিয়ে যেতে ভাতা এবং পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে।
এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের শারীরিক দুর্বলতার জন্য প্রতিবন্ধীর নামাকরনে বদলে দিব্যাঙ্গন রেখেছেন। যাতে করে তারা মানসিক দিক দিয়ে আঘাত প্রাপ্ত না হয়। পাশাপাশি সরকার তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যাতে করে সমাজে তারা কোনো অংশে পিছিয়ে না থাকে। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিংকু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।