স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩ ডিসেম্বর।। সোনামুড়া মহাকুমার সোনামুড়া যাত্রাপুর সড়কে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।জানা গেছে এক মহিলা রাস্তার পাশ ধরে বাড়িতে যাচ্ছিলেন।তখনই একটি মারুতি গাড়ি থেকে নেমে দুই যুবক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে গাড়ি নিয়ে চম্পট দেয়।
মহিলা চিৎকার করলেও স্থানীয় লোকজন ছুটে আসার আগেই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে যাত্রাপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়নি। মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।