স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩ ডিসেম্বর।। আচমকা মাঝপথে যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পরে যাত্রীবাহী ডেমু ট্রেন। ঘটনা তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন লাখাই বাজার এলাকায়। খবরে জানা যায়, বৃহস্পতিবার ধর্মনগর থেকে যাত্রী নিয়ে রাজধানী আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল যাত্রীবাহী ডেমু ট্রেন। সকল আনুমানিক প্রায় নয়টা নাগাদ ট্রেনটি তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে রওয়ানা দিয়ে কিছুদূর যেতেই যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায়। লাখাই বাজার এলাকায় গিয়ে আটকে পরে ট্রেনটি। ফলে মাঝরাস্তায় আচমকা ট্রেনটি গতিরোধ হয়ে আটকে পড়ায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনও দুর্ঘটনা সংঘটিত হয়নি। কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। প্রায় দীর্ঘ ঘন্টা ধরে ট্রেনটি আটকে থাকে। ওই ট্রেনে উত্তর ত্রিপুরা থেকে অনেক সরকারি কর্মচারী, বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক সহ আরও অনেক যাত্রীসাধারণ জরুরি কাজে আগরতলায় আসছিলেন। রেল বিকল হওয়ার খবর শুনে প্রকৌশলিরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু কোন কাজই হচ্ছিলনা। পরে শেষ পর্যন্ত আগরতলা থেকে অতিরিক্ত ইঞ্জিন গিয়ে ওই ট্রেন গন্তব্যে নিয়ে আসে। তাতে দীর্ঘ সময় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। পরে দুপুর আড়াইটা নাগাদ ট্রেনটি আগরতলায় গিয়ে পৌঁছেছে বলে খবর।