স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা শহরের উজ্জয়ন্ত স্টেট মিউজিয়ামের সামনে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি কমিটির উদ্যোগে।এদিন উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মৃতিচারণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।তারা বলেন শহীদ ক্ষুদিরাম বসু দেশ ও দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য হাসতে হাসতে জীবন বলিদান করে গেছেন। তার রক্ত কোনদিন বৃথা যাবেনা বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।
শহীদ ক্ষুদিরামের দেশপ্রেম সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।এদিকে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে ডি এস ও, ডি ওয়াই,এম এস এস এর উদ্যোগে শহীদ ক্ষুদিরামের ১৩১তম জন্মবার্ষিকী পালন করা হয়। রাজ্যের অন্যান্য স্থান থেকেও শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকী পালনের খবর মিলেছে।