স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী পুনর্বাসন সমিতি রাজ্যপালের সাথে এক সৌজন্যমুলক সাক্ষাৎ করেন। এদিন সাক্ষাতে মাধ্যমে রাজ্যপাল রমেশ বৈশকে বারোজনের প্রতিনিধিদল বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। সাক্ষাতের পর রাজ্যপাল সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, দিব্যাঙ্গনরা চায় নিজের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে।
এবং জীবনে প্রতিষ্টিত হয়ে এগিয়ে যেতে। কেন্দ্রীয় সরকারও দিব্যাঙ্গনদের নিয়ে যথেষ্ঠ সহানুভূতিশীল। সরকারি সুযোগ সুবিধা যাতে তাদের মধ্যে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তিনি রাজ্যে দিব্যাঙ্গনদের সমস্যা সমাধান করার ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এদিন। প্রতিবন্ধী পুনর্বাসন সমিতি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সভাপতি সুব্রত গাঙ্গুলী, সম্পাদক সুবীর দত্ত সহ অন্যান্যরা।