স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩ ডিসেম্বর।। আজ তেলিয়ামুড়া পৌর পরিষদ কার্যালয়ে রাজ্য তথা আমাদের তেলিয়ামুড়ার দুই কৃতি সন্তান শতাব্দি মজুমদার ও পারমিতা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। ত্রিপুরার গর্ব শতাব্দী মজুমদার UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ৮০ তম স্থানাধিকারী, অন্যদিকে রাজ্য তথা তেলিয়ামুড়ার মেয়ে পারমিতা ঘোষ কৃষি বিজ্ঞানে তার গবেষণার ক্ষেত্রে জার্মান সরকারের পক্ষ থেকে গ্রীন ট্যালেন্ট অ্যাওয়ার্ড-২০২০ পুরস্কারে ভূষিত হয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন। এই সাফল্যের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানান বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি বলেন, তারা আবারও প্রমাণ করে দিলেন যে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তেলিয়ামুড়ার সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শতাব্দী ও পারমিতা। অনেক প্রতিকূলতা জয় করেই তাদেরকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। তাদের এই সাফল্য অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অন্যান্য যুবকযুবতীরাও তাদের দেখে উত্সাহিত হবেন বলে কল্যাণী রায় আশাবাদী। তিনি মা ত্রিপুরাসুন্দরীর কাছে শতাব্দী ও পারমিতা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আশা করেন তারা কর্মসূত্রে যেখানেই যাক না কেন ত্রিপুরা তথা তেলিয়ামুড়ার নাম উজ্জ্বল করবেন।