স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৩ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সিঙবিল এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হল প্রসেনজিৎ দেবনাথ এবং মধুসূদন দেবনাথ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে সেঙবিল এলাকায় এক গৃহবধূকে দুই যুবক মিলে ধর্ষণ করে।
এ ব্যাপারে মহিলা সাব্রুম থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করেন।অভিযোগ পাওয়ার সাথে সাথেই সাবরুম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে। তৎপরতা চালিয়ে পুলিশ অফিসার তাদের জালে তুলতে সক্ষম হয়েছে।ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।