স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। বৃহস্পতিবার আচমকা ছাত্রদের সমস্যা কথা বলে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করে এন এস ইউ আই। তাদের অভিযোগ ছাত্র-ছাত্রীদের সমস্যা সম্পর্কে কথা বলতে গিয়ে তারা ব্যর্থ হয়েছেন। তাই বাসভবনের সামনের সড়কে বসে বিক্ষোভে সামিল হন তারা। রাজ্যে শিক্ষক স্বল্পতা রয়েছে। স্কুলগুলিতে একাধিক সমস্যা বর্তমান। স্কুল খোলার দিনক্ষণ নিয়েও রয়েছে জটিলতা।
যদিও আগামী ৭ ডিসেম্বর থেকে পুরোদমে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু তারই মাঝে ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা তুলে আচমকা শিক্ষামন্ত্রী বাসভবনের সামনে ঘেরাও বসে এনএসইউ আই। পরে পুলিশ সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এন এস ইউ আই নেতৃত্বদের সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু সড়ক অবরোধ না তোলায় তাদের পরে গ্রেপ্তার করে পুলিশ।