অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। সাত ঘণ্টার দীর্ঘ বৈঠকের ফলাফল শূন্য। সোমবারের পর বৃহস্পতিবারও ফের নয়া কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠকে কোনও রফাসূত্র মিলল না। ফলে বাধ্য হয়ে ফের শনিবার (৫ ডিসেম্বর) কৃষকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিন বিজ্ঞান ভবনে কৃষকদের সঙ্গে বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, ‘সরকার কোনও অনড় অবস্থানে বসে নেই’। সূত্রের খবর, এদিনের বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়।
কিন্তু কৃষকরা জানান, শুধুমাত্র এই আশ্বাসেই তাঁরা আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন। যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। উল্লেখ্য, এর আগে আন্দোলনরত কৃষকরা জানিয়েছিলেন, এটাই সরকারের কাছে শেষ সুযোগ। এই বৈঠকে কোনও সমাধান না মিললে তারা আর কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবেন না। এখন দেখার এদিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর কৃষকরা শনিবারের বৈঠকে যোগ দেন কিনা।