স্টাফ রিপোর্টার, জিরানিয়া, ৩ ডিসেম্বর।। জিরানিয়ার মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এর নেতৃত্বে বড়মুড়ায় একটি লরি আটক করে নয় প্যাকেট গাজা করা হয়েছে। গাড়ির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে।সংবাদ সূত্রে জানা গেছে সেটা নিয়ে আর মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এর কাছে সুনির্দিষ্ট খবর আসে আগরতলা থেকে একটি লরিতে করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।সেই খবরের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার বড়মুড়ায় উৎপেতে বসে থাকেন। বুধবার রাতে গাড়িটি বড়মুড়া পৌঁছলে পুলিশ গাড়ির গতিরোধ করে।
গাড়িতে তল্লাশি চালিয়ে ৯প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়।গাড়ির চালক এবং সঞ্চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।শুক্র গাজা বহির রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ছিল বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় জড়িতদের নামতাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জিরানিয়া থানার পুলিশ। উল্লেখ্য রাজ্যে গাঁজা চাষ নিষিদ্ধ থাকা সত্ত্বেও ব্যাপকহারে রাজ্যের টিলাভূমিতে গাঁজার চাষ হচ্ছে। রাজ্যে উৎপাদিত এইসব গাজা বহিস রাজ্যে সড়ক পথ রেলপথ এমনকি বিমানপথেও পাচারের চেষ্টা হচ্ছে।জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।