অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। তাঁর জোড়া গোলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘরের মাঠে হার মানল ১-৩ গোলে। প্যারিস সাঁ জারমাঁকে দুর্দান্ত জয় উপহার দিয়ে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র জানিয়ে দিলেন, তিনি বন্ধু লিওনেল মেসির সঙ্গে নতুন ভাবে জুটি বাঁধতে চান। ব্রাজিলীয় তারকা বলেছেন, “মেসির সঙ্গে মাঠে আবার এক সঙ্গে খেলব, তার চেয়ে বড় ইচ্ছা আর তো কিছু হতে পারে না। আমি সেটাই তো মনেপ্রাণে চাই। আগামী বছর যাতে সেই ইচ্ছাপূরণ হয়, সেটার জন্য প্রার্থনা করব অবিরত।” ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পরে ছমাসের মধ্যেই নেমার তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন, মেসির সঙ্গে ত্যাগ করা ছিল তাঁর খুব বড় একটা ভুল। তিনি প্রয়োজন পড়লে আবার কাম্প নাউ-এ ফিরে যেতে তৈরি।
গত বছর তেমন একটা সম্ভাবনা তৈরি হলেও নেমারকে নিতে যে বড় অঙ্কের দাবি করেছিল ফরাসি লিগ ওয়ানের দল, তা দেওয়ার সামর্থ ছিল না বার্সেলোনার। তবে এক বছরের মধ্যে পাল্টে গিয়েছে অনেক কিছু। প্রাক্তন প্রেসিডেন্ট জোশেপ মারিয়া বার্তোমেউ-এর সঙ্গে বিবাদে মেসি প্রকাশ্যেই জানিয়ে দেন, তিনি বার্সেলোনা ছেড়ে দিতে চান। পরে কোভিড অতিমারির কারণে তিনি নিজের জায়গা থেকে সরে আসেন এবং চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হন বার্তোমেউও। কিন্তু বার্সেলোনার আধিকারিকরা জোরের সঙ্গে এটা দাবি করতে পারছেন না যে, আগামী মরসুমের পরে মেসিকে ধরা রাখা সম্ভব হবে বার্সেলোনায়।
ব্রিটিশ মিডিয়ার খবর, নতুন মরসুমে তাঁকে পাওয়ার জন্য আবার নতুন ভাবে ঝাঁপাতে পারে ম্যাঞ্চেস্টার সিটি। কারণ সেখানে কোচ হিসেবে রয়েছেন তাঁর প্রাক্তন গুরু পেপ গুয়ার্দিওলা। যা নিয়ে নেমার বলেছেন, “কী হবে, সেটা তো আমি বলতে পারব না। তবে একটা কথা বলতেই পারি, মেসিকে যে কোনও জায়গায় খেলার কথা বলা হলে ও নিজেকে তার সঙ্গে মানিয়ে নেবে। এমনকি আমার বদলেও ওকে যদি পজিটিভ স্ট্রাইকার হিসেবে খেলাতে চান, সেটাই করে দেবে। আমাকে অনায়াসে বাদ দেওয়া যেতে পারে।” তবে ফরাসি মিডিয়ার খবর, নেমার মুখে যা-ই বলুন, তিনি আর বার্সেলোনায় ফেরার মতো জায়গায় নেই। বরং পিএসজির সঙ্গে নতুন চু্ক্তিও হয়তো দ্রুত সেরে ফেলবেন। কাজেই মেসির সঙ্গে আবার কবে তিনি জুটি বেঁধে খেলবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।