তাঁকে জোর করেই এই মরসুমে বার্সেলোনাতে থাকতে হয়েছে

অনলাইন ডেস্ক, ৩ ডিসেম্বর।। তাঁকে জোর করেই এই মরসুমে বার্সেলোনাতে থাকতে হয়েছে। এবার বার্সেলোনাও ইঙ্গিত দিল, ক্লাব যে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে লিওনেল মেসিকে পরের মরসুমে ছেড়ে দিতে হলেও সেই পথেও হাঁটতে হতে পারে। যে ইঙ্গিতের পরে অনেকেই মনে করছেন, নতুন মরসুমে স্পেন ছেড়ে অন্য কোনও দেশে আর্জেন্তিনীয় তারকার পাড়ি দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জোশেপ মারিয়া বার্তোমেউ ইস্তফা দেওয়ার পরে ক্লাব জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরের জানুয়ারি মাসে। ২৪ জানুয়ারি সেই নির্বাচন হবে। এই মুহূর্তে যাঁকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কার্লোস তাসকেৎস জানিয়েছেন, করোনা অতিমারির কারণে ক্লাবে যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সামাল দিতে নতুন মরসুমে মেসিকে ছেড়ে দিতেও দ্বিধাবোধ করা উচিত নয়।

স্প্যানিশ মিডিয়ার খবর, মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ম্যাঞ্চেস্টার সিটির কর্তারা। তেমন কিছু হলে বিপুল মূল্যে মেসিকে তাদের ক্লাবে নিয়ে যেতে কসুর করবে না ম্যান সিটি। তাসকেৎস সেই সম্ভাবনাকেই আরও উস্কে দিয়েছেন। তিনি বলেছেন, “আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি ব্যাপারটাকে দেখা হয়, তা হলে বলব পরের মরসুমে মেসিকে ছেড়ে দেওয়াই হবে বাস্তবোচিত সিদ্ধান্ত। আমার সেই ক্ষমতা থাকলে মেসিকে অবশ্যই এই ক্লাব থেকে চলে যাওয়ার অনুমতি দিতাম।” তিনি আরও যোগ করেছেন, “ইতিমধ্যে আর্থিক সঙ্কট সামাল দিতে ফুটবলারদের বেতনের পরিমাণ অনেকটাই হ্রাস করা হয়েছে। তাতেও যে পরিস্থিতির খুব উন্নতি হয়েছে, তা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। তা ছাড়া লা লিগা কমিটিও এখন আর্থিক বিপর্যয় সামাল দিতে সমস্ত ক্লাবকে নির্দেশ দিয়েছে, ফুটবলারদের বেতন বাবদ কতটা খরচ করা যাবে।

ফলে আমি মনে করি, মেসিকে ছেড়ে দিলে ট্রান্সফার ফি বাবদ যে বিপুল অর্থ ক্লাব পাবে, তাতে এই সঙ্কট দূর হতে পারে।”আগামী বছরের জুন মাসে মেসির সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ফের অংশ নেওয়া খুয়ান লাপোর্তা অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। প্রাক্তন বার্সেলোনা প্রেসিডেন্ট বলেছেন, “এতেই বোঝা যাচ্ছে ক্লাবের বর্তমান প্রশাসন কতটা দুর্বল হয়ে পড়েছে। মেসিকে ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না। আমি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে মেসিকে ধরে রাখার সঙ্গে পেপ গুয়ার্দিওলাকেও ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করব। ওই জুটিই পারে ক্লাবকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?