স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।। বৃহস্পতিবার উত্তর ইন্দ্রনগর শহিদ ক্ষুদিরাম পল্লীতে শহিদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মজয়ন্তী এবং প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাল্মিকী সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে ব্লাড ব্যাংক গুলিকে রক্তের স্বল্পতা রয়েছে।
সেদিকে গুরুত্ব দিয়ে রক্তদান শিবির নিয়মিত অনুষ্ঠিত করা জরুরি। পাশাপাশি তিনি বলেন যারা রক্তদান শিবিরে হামলা করে তারা পুরোপুরি সমাজ বিচ্যুত। কারণ সামাজিক কর্মসূচিতে বাধা দেওয়া মানেই অসামাজিকতার কাজ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।