স্টাফ রিপোর্টার, কমলপুর, ৩ ডিসেম্বর।। ধলাই জেলার কমলপুর শহরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানাজায় গতকাল গভীর রাতে বাজারের বেশ কয়েকটি দোকানে পরপর চুরের দল হানা দেয়। চোরেরা হানা দিয়ে প্রচুর জিনিসপত্র এবং নগদ টাকা-পয়সা হাতিয়ে নিয়ে গেছে। দোকান গুলির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসে। খবর পেয়ে সংশ্লিষ্ট দোকানের মালিকরা ছুটে আসেন। খবর পাঠানো হয় কমলপুর থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে।
তবে এখনও পর্যন্ত এই চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কমলপুর শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে বেশ কয়েকটি দোকানে পরপর চুরির ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।কমলপুর শহর এবং শহরতলি এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা।পুলিশ সক্রিয় থাকলে কমলপুর শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা কোনোভবেই ঘটতে পারত না বলে ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করেছেন। এই চুরির ঘটনার জন্য পুলিশকে তারা বহুলাংশে দায়ী করেছেন।