স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ডিসেম্বর।।খয়েরপুর এর তুলকোনা পঞ্চায়েত টিলা এলাকায় ঋণের দায়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। আত্মঘাতী ব্যক্তির নাম রাকেশ চক্রবর্তী। জানা যায় দীর্ঘদিন ধরেই মানসিক ভেঙ্গে পড়েছিল রাকেশ চক্রবর্তী নামে ওই ব্যক্তি। ঋণের দায়ে জর্জরিত ওই ব্যক্তি কোন পথ খুজে না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়।
একথা জানিয়েছেন তার নিকট আত্মীয় স্বজনরা। বৃহস্পতিবার তার বাড়ি থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় পরিবারের লোকজন ও স্থানীয় লোকেরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।