স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ডিসেম্বর।। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় ৮০ তম স্থানাধিকারী ত্রিপুরার গর্ব শতাব্দী মজুমদার আজ দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে। তাঁর এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। তেলিয়ামুড়ার সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শতাব্দী। অনেক প্রতিকূলতা জয় করেই তাঁকে এই জায়গায় পৌঁছতে হয়েছে।
তাঁর এই সাফল্য অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অন্যান্য যুবকযুবতীরাও উত্সাহিত হবেন বলে মুখ্যমন্ত্রী আশাবাদী। মুখ্যমন্ত্রী বলেন, আমি মা ত্রিপুরাসুন্দরীর কাছে শতাব্দীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি তিনি কর্মসূত্রে যেখানেই যান ত্রিপুরার নাম ঊর্ধ্বে তুলে ধরবেন।