অনলাইন ডেস্ক, ২ ডিসেম্বর।। নগরোটায় এনকাউন্টারে নিহত জঙ্গিরা যে পথ দিয়ে ভারতে ঢুকেছিল সেই পথের তদন্ত করতে গিয়ে বিএসএফের একটি টিম ঢুকে পড়েছিল পাকিস্তানে। সূত্রের খবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই দলটি পাকিস্তানের ২০০ মিটার অভ্যন্তের ঢুকে পড়েছিল। সুড়ঙ্গ-মুখের খোঁজ করতে তদন্ত শুরু হয়। বিএসএফের ওই টিমটি নিঃশব্দে তদন্তের সূত্র হাতাতেই গোপনীয়তা অবলম্বন করে,জীবনের ঝুঁকি নিয়েই সেখানে ঢুকেছিল। রাতের অন্ধকারে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের ২০০ থেকে ৩০০ মিটার ভিতরে ঢুকে পড়েছিল বিএসএফ জওয়ানরা। শেষ পর্যন্ত সুড়ঙ্গ-মুখের সন্ধানও তাঁরা পান।
বিএসএফএর তদন্তকারী দলের সদস্যরা ফিরে এসে সীমান্তরক্ষী বাহিনীর ওই দলটি জানায়, যেখানে সুড়ঙ্গমুখ, তার থেকে কয়েক হাত দূরেই পাকসেনার শিবির। অর্থাৎ সুড়ঙ্গের একটি মুখ পাকিস্তানে, অপরটি ভারতে। ফলে প্রায় নিশ্চিত জম্মুর নগরোটায় এনকাউন্টারে নিহত জঙ্গিরা যে পাক ভূখণ্ড থেকে সুড়ঙ্গে প্রবেশ করে, ভূগর্ভস্থ পথ ধরে ভারতে জম্মুর সাম্বা সেক্টরে এসে বেরোয়। উল্লেখ্য, জম্মুর নগরাকোটার কাছে টোল প্লাজার সামেন এনকাউন্টারে নিহত চার জইশ-ই-মহম্মদ জঙ্গি যে সুড়ঙ্গ পথেই ভারতে ঢুকেছিল, সন্ত্রাসবাদীদের কথাবার্তা শুনেই সেই সুড়ঙ্গের কথা সামনে আসে।