স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ডিসেম্বর।। এডিসি নির্বাচনে বিলম্বের জন্য ত্রিপুরা সরকারের জবাব চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট তথা টিপিএফ। প্রসঙ্গত, করোনা-র প্রকোপের জেরে ত্রিপুরা সরকার এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করেছিল। ইতিমধ্যে ওই সিদ্ধান্তের ছয় মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং রাজ্যপাল পুনরায় ছয় মাসের জন্য মেয়াদ বাড়িয়েছেন। গত ১৮ মে এডিসি-র মেয়াদ সমাপ্ত হওয়ার পর প্রশাসনিক ক্ষমতা ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস-র হাতে হস্তান্তর হলে তিনি জি কামেশ্বর রাও-কে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। মেয়াদ বৃদ্ধির সাথে প্রশাসকের-ও মেয়াদ বাড়িয়েছেন রাজ্যপাল।
এডিসি নির্বাচনে বিলম্বের জন্য টিপিএফ গত মঙ্গলবার ত্রিপুরা হাই কোর্ট–এ রিট মামলা করেছে। এ-বিষয়ে সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যী জানিয়েছেন, টিটিএএডিসি নির্বাচনে বিলম্বের জন্য রাজ্য সরকারের জবাব এবং কখন নির্বাচন অনুষ্ঠিত হবে জানতে চেয়ে জনজাতিভিত্তিক আঞ্চলিক দল টিপিএফ হাইকোর্ট-এ রিট পিটিশন দাখিল করেছে। তবে, এখনো ওই মামলা শুনানির জন্য দিনক্ষণ স্থির হয়নি।