স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১ ডিসেম্বর।। একাধিক দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে তৈই চাকমা গিরীশ চন্দ্র কারবারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ সংগঠিত করে। এই দিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার তৈই চাকমা-রতন নগর চৌমনিতে রাস্তা অবরোধে বসে। তাদের দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল -গিরীশ চন্দ্র কারবারী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। বিদ্যালয়ে যতক্ষণ না পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এর আগ পর্যন্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরজিৎ দাসের বদলির আদেশ বাতিল করতে হবে। বিদ্যালয়ে অর্থনীতি, বিজ্ঞান, ইংরেজি, অংক শিক্ষক নিয়োগ করতে হবে।
ক্রীড়া শিক্ষক, বিদ্যালয়ের চারিদিকে বাউন্ডারি ওয়াল, পানীয় জলের সুব্যবস্থা সহ, বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাব দ্রব্যাদির দাবিতে এই দিন সকাল ছয়টা থেকে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ সংগঠিত করে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রইস্যাবাড়ি থানার পুলিশ। সবচেয়ে অবাক করার বিষয় হল সকাল ছয়টা নাগাদ ছাত্র ছাত্রীরা পড়াশোনা বিষয়ক তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ সংগঠিত করলেও সকাল এগারোটার পর ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকদের ছুটে যেতে দেখা যায়। সেখানে আধিকারিকদের মধ্যে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম, রইস্যাবাড়ি ব্লকের বিডিও সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
ছাত্র ছাত্রীদের দাবি গুলো আধিকারিকরা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এতে করেও আধিকারিকরা ছাত্র-ছাত্রীদের সন্তুষ্ট করতে পারেন নি। পরে বাধ্য হয়ে আধিকারিকরা লিখিত ভাবে দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর বারোটায় অবরোধ মুক্ত হয়। এই দিনের রাস্তা অবরোধের ফলে বিএসএফের গাড়ি, বিয়ের গাড়ি সহ রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে।