স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ডিসেম্বর।। পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব আজ সংস্কার ভারতী ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত লংকামুড়াস্থিত আল্পনা গ্রামে আমন্ত্রিত হয়ে পরিদর্শনে যান। ত্রিপুরার লোকশিল্প তথা আল্পনা শিল্পে সৌন্দর্যের বাস্তবায়ন এবং শিল্পকলার প্রাচুর্যের প্রদর্শনীতে আল্পনা গ্রামের মানুষেরা নিজের কৃষ্টি ও আল্পনা শিল্পের কলা কুশলতায় গ্রামের চিত্র পাল্টে দিয়েছেন।
অসম্ভব সুন্দর হাতের কাজে সেজে উঠেছে এই গ্রাম। এই গ্রামের বাসিন্দারা নিজেদের ঘরের দেওয়াল ও উঠোনে তাদের অপ্রতীম শিল্পপ্রতিভাকে ফুটিয়ে তুলেছেন। সংস্কার ভারতী তাদের ফান্ডিং সম্পাদক শ্রী বিষ্ণু শ্রীধর বাকেনকরজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই সুন্দর পদক্ষেপ নিয়ে ৫০জন গুণী শিল্পীর সান্নিধ্য সহ গ্রামীন মহিলাদের নিয়ে এই সুন্দর কার্যক্রমে এগিয়ে চলেছে। আজকের আল্পনা গ্রাম পরিদর্শনে পূর্বোদয় সম্পাদিকা নীতি দেব মহোদয়ার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী যীষ্নু দেব্বর্মণ, এলাকা বিধায়ক ডঃ দিলীপ দাস সহ সংস্কার ভারতীর অন্যান্য কার্যকর্তারাও।